image
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৬ আসনে জেলা আওয়ামী লীগ নেতা হিমু প্রার্থী হয়েছেন জেপি থেকে

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

দাপটের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত (৫ আগস্টের) পর চলে যান আত্মগোপনে। পরবর্তী সময়ে গ্রেপ্তার হন। কারাগার থেকে বের হয়ে সেই আওয়ামী লীগ নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টির (জেপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাতারাতি দলবদল করা এই নেতার নাম তারেক শামস খান হিমু। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক শামস খান হিমু। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তারেক শামস খান হিমু নব্বইয়ের দশকে ঢাকা মহানগর ছাত্রলীগের রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হন। নিজ এলাকা টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে বিগত ২০০৮ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিগত ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

গত (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য নেতা-কর্মীদের মতো তারেক শামস খান হিমুও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে নাগরপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার অভিযোগে থানায় মামলা হয়। হঠাৎ ফেসবুকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি দেখা যায়। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। গত (১৪ জুলাই) দেশে ফেরার পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাঁকে আটক করে নাগরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। প্রায় এক মাস জেলহাজতে থাকার পর জামিনে মুক্ত হন। তবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনোয়ার হোসেন মঞ্জুর দলের (জেপি) হয়ে।

জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তারেক শামস খান হিমু বলেন, আওয়ামী লীগ তার ওপর অনেক অবিচার করেছে। জেলা আওয়ামী লীগের কমিটি তাকে সহসভাপতি পদ থেকে অপসারণ করে, সেখানে সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে স্থলাভিষিক্ত করেছিল। তবে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে, তারেক শামস খান হিমুকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়নি। তিনি এখনো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেই রয়েছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-বগুড়ায় খালেদা ও তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

সম্প্রতি