‘গোপনীয়তার কিছু নেই’: ভারতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জামায়াত আমির

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠককে রয়টার্সের বরাতে দেশীয় সংবাদ মাধ্যমের খবরে ‘গোপন বৈঠক’ বলায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার,( ০১ জানুয়ারী ২০২৬) নিজের ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, গেল বছরের মাঝামাঝি সময়ে ভারতের দুই কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল। তাদের ইচ্ছাতেই তখন সেটি প্রকাশ করা হয়নি, তবে ‘এখানে গোপনীয়তার কিছু নেই’।

জামায়াত আমিরের সাক্ষাৎকারের ভিত্তিতে গতকাল বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স, যার শিরোনাম ছিল ‘ঐকমত্যের সরকার গঠনে রাজি বাংলাদেশের ইসলামপন্থি দল’। রয়টার্স বলেছে, এনসিপিকে জোটে টানার পরে নিজের বাসভবনে এ সাক্ষাৎকার দেন জামায়াত আমির।

সেই খবরেই জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের সাক্ষাৎ হওয়ার বিষয়টি সামনে আসে এমন এক দিনে, যেদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার সকালে এক ফেইসবুক পোস্টে জামায়াত আমির রয়টার্সের সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গ আসার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ‘রয়টার্সকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেনÑ ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।’

বিভিন্ন দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও সে সময় তার বাসায় যান এবং তাদের সঙ্গে কথা হয় বলে শফিকুর রহমান জানান। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সবার বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।’

তিনি ‘বিস্ময়’ প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই।’ ভবিষ্যতে ‘প্রকৃত বিষয়’ না জেনে এমন ‘বিভ্রান্তিকর’ সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াত আমির।

গতকাল বুধবার প্রকাশিত সংবাদে রয়টার্স লিখেছে, বাংলাদেশের নতুন সরকারের সম্ভাব্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় নয়াদিল্লি। জামায়াত আমিরের বাইপাস অস্ত্রোপচারের পর এ বছরের শুরুর দিকে একজন ভারতীয় কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে রয়টার্সকে বলেছেন, অন্যান্য দেশের কূটনীতিকরাও সে সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সেসব খবর প্রকাশও করা হয়েছে। কিন্তু ভারতীয় ওই কর্মকর্তা তাদের বৈঠকের কথা গোপন রাখার অনুরোধ জানান। কেন? অনেক কূটনীতিক তো আমার সঙ্গে দেখা করেছেন, আর তা প্রকাশ করা হয়েছে। সমস্যাটা কোথায়? আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে, পরস্পরের প্রতিও উন্মুক্ত থাকতে হবে। সম্পর্ক উন্নয়নে এর কোনো বিকল্প নেই।’

রয়টার্স বলেছে, জামায়াত আমিরের এ বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা পায়নি। তবে মোদী সরকারের সূত্র বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-বগুড়ায় খালেদা ও তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

সম্প্রতি