image

মনোনয়ন পত্র বৈধ ঘোষনার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, পলাশ ( নরসিংদী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -২ আসনে দলীয় মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রমে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। এরপর সেখান থেকে সরাসরি নিজের পিতা সাবেক খাদ্য মন্ত্রী আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন। এরপর নিজ গ্রামের স্থানীয় মুরুব্বিদের কাছ থেকে দোয়া- আশীর্বাদ নিতে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন মঈন খান ।

এসময় মঈন খান বলেন, ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেন। তবে বাংলার রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

এসময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‘রাজনীতি’ : আরও খবর

» ‘গোপনীয়তার কিছু নেই’: ভারতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জামায়াত আমির

» ঢাকা-বগুড়ায় খালেদা ও তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

সম্প্রতি