image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের প্রস্তুতি নিচ্ছেন

শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

মনোনয়ন বাতিলের বিষয়ে তাসনিম জারা জানান, তার দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নে বাছাইকৃত ১০ জনের মধ্যে আটজন স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একজন ভোটারকে ফোনে পাওয়া যায়নি এবং অপর একজন নিজেকে ওই আসনের ভোটার বলে দাবি করেননি। তিনি বলেন, তার আপিল করার সুযোগ আছে এবং তিনি সে প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আজমল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী ৪ হাজার ৩০০ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল, যা তাসনিম জারা দাখিল করেছিলেন। কিন্তু যাচাইকালে প্রস্তাবক ও সমর্থকদের তালিকায় থাকা ১০ জন ভোটারের মধ্যে দুজন ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে পাওয়া যায়নি। নির্বাচন বিধি অনুযায়ী তাই তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন বাতিল হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এনসিপি ত্যাগ করায় তার জনপ্রিয়তা কমেনি এবং নির্বাচনে অংশ নিলে তিনি জয়ী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হলফনামা অনুযায়ী, তাসনিম জারা পেশায় চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা। তার বয়স ৩১ বছর। দেশের ভেতরে চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশের ভেতরে তার আয় ২৬৪ টাকা এবং দেশের বাইরে থেকে এ খাতে তার আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৬ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা (২ হাজার ২৭০ পাউন্ড) ৩ লাখ ৭০ হাজার টাকা, ব্যাংকে ১০ হাজার ১৯০ টাকা এবং আড়াই লাখ টাকা মূল্যের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে। তার কোনো স্থাবর সম্পদ নেই। সর্বশেষ আয়কর রিটার্নে তিনি ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয় ও ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা সম্পদ দেখিয়েছেন এবং ৩৪ হাজার ৫৭ টাকা আয়কর দিয়েছেন।

হলফনামায় তাসনিম জারা তার স্বামী খালেদ সাইফুল্লাহকে নির্ভরশীল হিসেবে উল্লেখ করেছেন, যিনি পেশায় উদ্যোক্তা। তার দেশের ভেতরে কোনো আয় নেই, তবে দেশের বাইরে পেশাগতভাবে বছরে ৩৫ হাজার ব্রিটিশ পাউন্ড আয় করেন। এছাড়া শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার বছরে আয় ৪ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।

‘রাজনীতি’ : আরও খবর

» কুমিল্লার ১১টি আসনের ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১

» জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ও ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

» ইসলামের দোহাই দিয়ে ধর্মকে বিক্রি করা হচ্ছে: সালাহউদ্দিন

» ‘গোপনীয়তার কিছু নেই’: ভারতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জামায়াত আমির

সম্প্রতি