image

ঢাকা-১৩ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৫ জনের বাতিল

শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা-১৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা পড়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ জনের বাতিল করা হয়েছে।

শনিবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, "ঢাকা-১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ, পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।"

রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী, যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন: স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, খেলাফত মজলিসের মামুনুল হক, বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন ও ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া।

উল্লেখ্য, মামুনুল হক ও ববি হাজ্জাজ তাদের মনোনয়নপত্রে পাওয়া পেশাগত তথ্য ও নাগরিকত্ব সংক্রান্ত ত্রুটি সংশোধন করে পুনরায় জমা দেওয়ার পর তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন: স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণ অধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান ও আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদ।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে দায়ের করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন।

নির্বাচনি প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

‘রাজনীতি’ : আরও খবর

» কুমিল্লার ১১টি আসনের ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১

» জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ও ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

» ইসলামের দোহাই দিয়ে ধর্মকে বিক্রি করা হচ্ছে: সালাহউদ্দিন

» ‘গোপনীয়তার কিছু নেই’: ভারতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জামায়াত আমির

সম্প্রতি