নরসিংদী-২ আটজনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

গত ২৯ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন আনন্দমুখর পরিবেশে। গতকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এএনএম রফিকুল রফিকুল আলম সেলিম ও ইনসানিয়াত বিল্পব মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার ইব্রাহীম।

এর আগে গত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নরসিংদী-২ (পলাশ, পাঁচদোনা, মেহেরপাড়া ও আইমদিয়া) নিয়ে গঠিত।

রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় নরসিংদী-২ নির্বাচনী আসনের ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবে। যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বিএনপির ড. আ. মঈন খান, বাংলাদেশ জামায়েত ইসলামী মো. আমজাদ হোসেন, এনসিপির মো. গোলাম সারোয়ার, ইসলামিক ফ্রন্টের আসিফ ইকবাল ও বাংলাদেশ খেলাফত মজলিশের ফারুক ভূঁইয়া।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি