জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আঝ শনিবার দিনব্যাপী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ১২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।
যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ও জাতীয় পার্টির এ, কে, এম ফজলুল হক, স্বতন্ত্র পার্থী অর্ণব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেনীন, জাতীয় পার্টির মোস্তাফা আল মাহমুদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের মো: রুবেল মিয়া, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈমের মনোনয়ন বৈধ ও জাতীয় পার্টির মো: আনোয়ার হোসেন, স্বতন্ত্র পার্থী শরিফুল ইসলাম খান, বিএনপির শওকত হাসান মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো: সাদিকুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো: মোস্তফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের লিটন মিয়ার প্রার্থীতা বৈধ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু, এস এম শাহীনুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। আগামীকাল জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অর্থ-বাণিজ্য: কাঁচামাল সংকটে দেশি পাটকল, রপ্তানি বন্ধ চান ব্যবসায়ীরা