ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে বাছাইয়ের দ্বিতীয়দিনে শনিবার কুমিল্লা-০৮ আসনে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, কুমিল্লা-১০ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রশিদ আহমেদ হোসাইনী ও সামিরা আজিম দোলার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এসএ বারী সম্মেলন কক্ষে শনিবার বিকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। জানা গেছে, শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ আসন থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এর আগে গত শুক্রবার কুমিল্লা-১ আসন থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলায় সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এই আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাইয়ে ৮টি বাতিল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ১০৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুই দিনব্যাপী (শুক্র-শনি) যাচাই-বাছাইয়ে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসামঞ্জস্য, হলফনামায় অসম্পূর্ণ তথ্য, ট্যাক্স ও ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন তথ্যাদি চাহিদামত না দিতে পারায় ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করতে পারবেন।
অর্থ-বাণিজ্য: কাঁচামাল সংকটে দেশি পাটকল, রপ্তানি বন্ধ চান ব্যবসায়ীরা