কুমিল্লার ১১টি আসনের ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১

শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে বাছাইয়ের দ্বিতীয়দিনে শনিবার কুমিল্লা-০৮ আসনে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, কুমিল্লা-১০ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রশিদ আহমেদ হোসাইনী ও সামিরা আজিম দোলার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এসএ বারী সম্মেলন কক্ষে শনিবার বিকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। জানা গেছে, শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ আসন থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এর আগে গত শুক্রবার কুমিল্লা-১ আসন থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলায় সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এই আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাইয়ে ৮টি বাতিল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ১০৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুই দিনব্যাপী (শুক্র-শনি) যাচাই-বাছাইয়ে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসামঞ্জস্য, হলফনামায় অসম্পূর্ণ তথ্য, ট্যাক্স ও ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন তথ্যাদি চাহিদামত না দিতে পারায় ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করতে পারবেন।

‘রাজনীতি’ : আরও খবর

» জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ও ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

» ইসলামের দোহাই দিয়ে ধর্মকে বিক্রি করা হচ্ছে: সালাহউদ্দিন

সম্প্রতি