সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতোই পরিণতি ভোগ করতে হবে তাকে।
এ ঘটনার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহজাহান চৌধুরী নিজেই।
তিনি জানান, একটি চিঠির মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে, যেখানে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করা হয় এবং শরীফ ওসমান হাদির মতো হত্যার কথা উল্লেখ করা হয়েছে। চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।
বিএনপির মনোনীত এ প্রার্থীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’
চিঠিতে প্রেরকের পরিচয় উল্লেখ না থাকলেও সেখানে বলা হয়, প্রার্থী বর্তমানে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।