সিলেটে সোংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান।
মির্জা ফখরুল জানান, “এখন (তারেক রহমান) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু-এক দিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারব। কারণ অলরেডি আমাদের দেশনেত্রী চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জায়গা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে।”
আজ রোববার সন্ধ্যায় সিলেটের এয়ারপোর্ট এলাকায় উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, “আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করতেন, আমরা আশা করি, এবারও তা হবে। আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা তিনি (তারেক রহমান) সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন।”
খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল খালেদা জিয়ার, সেটি আমাদের গঠন করতে হবে।”
আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে বিএনপি নেতা বলেন, “এই নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে, মানুষ তার ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও, দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন তা বাস্তবায়ন করবে।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করা এবং সেই সংসদের মাধ্যমে সংসদীয় সরকার গঠন করা, যারা দেশে সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। বিগত ১৫-১৬ বছরে বিএনপির ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া সিলেটের সংগ্রামী নেতা ইলিয়াস আলীসহ এক হাজার ৫০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।”
সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আসুন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে উঠে না। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তবে সেটা সর্বদলীয় সরকার হবে না।”
এ সময় ‘মব সহিংসতা’ প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে- ‘মবোক্রেসি’। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে আমাদের বের হতে হবে।”
রোববার বিকালে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে সিলেটে যান মির্জা ফখরুল।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিক, বিএনপির সহসাংগঠনিকত সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সারাদেশ: নাটোরে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার