image
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের অন্য তিনটি আসনে মুজিবুল হকসহ ১৪ জনের মনোনয়নপত্র বাতিল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের অপর তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হকসহ ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, এ তিনটি আসনে মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করা এবং হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন জেলা বিএনপির দুজন সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম খান এবং রুহুল হোসাইন। ঋণখেলাপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী এবং সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করা এবং হলফনামায় তথ্য গোপন করায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মো. বিল্লাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দীন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবুল বাসার রেজওয়ানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামা সঠিক ফরম্যাটে দাখিল না করা এবং মনোনয়নপত্রের দ্বিতীয় খন্ডে প্রার্থীর ব্যক্তিগত তথ্যাদি পূরণপূর্বক দাখিল না করায় গণ অধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মোট ১০জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হকসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র স্বাক্ষর প্রদান না করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপি হওয়া এবং নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর প্রদান না করায় জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

‘রাজনীতি’ : আরও খবর

» সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, ঘটনা ছিল বানোয়াট: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

» মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল জমা অব্যাহত

» একাত্তর বাদ দিলে অস্তিত্ব থাকে না: গণতান্ত্রিক যুক্তফ্রন্টকে তারেক

সম্প্রতি