image

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, ঘটনা ছিল বানোয়াট: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সুরভীকে জড়িয়ে যে অভিযোগ ও মামলার সৃষ্টি করা হয়েছে, তার পুরো বিষয়টিই ছিল পরিকল্পিত ও বানোয়াট। গতকাল সোমবার মধ্যরাতে সদ্য অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়া জুলাই যোদ্ধা সুরভীর খোঁজ নিতে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তার বাসায় গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এসময় তিনি সুরভী ও তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাকর্মীদের চরিত্র হননের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে। সুরভীর ঘটনাটিও সেই ধারাবাহিকতারই অংশ। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই সত্য-মিথ্যা মিশিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে, যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কর্মীদের চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় একটি মহল পরিকল্পিতভাবে মিডিয়াকে ব্যবহার করে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিরুদ্ধে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে। হাদি হত্যাকা-ের প্রসঙ্গ টেনে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের ভেতরে ও বাইরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী নাসের খানসহ অন্য নেতারা।

উল্লেখ্য, গতকাল সোমবার সকালে এক সাংবাদিকের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা সুরভীকে আদালতে হাজির করে পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুপুরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খবরে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিক্ষোভ শুরু হয়।

পরবর্তীতে সুরভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হলে, সন্ধ্যায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। নারী, পরীক্ষার্থী ও সার্বিক মানবিক বিষয় বিবেচনায় নিয়েই আদালত এ আদেশ দেন বলে জানান আইনজীবীরা।

আদালতের আদেশ অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার মুক্তির খবরে সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

‘রাজনীতি’ : আরও খবর

» ঋণখেলাপিদের মনোয়ন দেয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

» হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস

» সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের

সম্প্রতি