image

বিএনপি প্রার্থী রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সংবাদ অনলাইন রিপোর্ট

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গত ৫ জানুয়ারি হবিগঞ্জ-১ আসনের অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়েছে।

শোকজে বলা হয়, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৪ জানুয়ারি দুটি পৃথক অভিযোগ পাওয়া যায়। নবীগঞ্জের ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টুর দায়ের করা প্রথম অভিযোগে বলা হয়, ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া তার কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনি প্রচার চালান।

দ্বিতীয় অভিযোগটি করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার মসফিকুজ্জামান চৌধুরী নোমান। অভিযোগে বলা হয়, গত ৩ জানুয়ারি বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনি প্রচার চালান রেজা কিবরিয়া।

দুটি অভিযোগের সঙ্গেই ঘটনার প্রমাণ হিসেবে দুটি করে ছবি সংযুক্ত ছিল।

রেজা কিবরিয়ার বিরুদ্ধে আনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত সুপারিশ কেন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, "নির্বাচনি বিচারক কমিটির চেয়ারম্যান তাকে (রেজা কিবরিয়াকে) নোটিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক অবস্থায় আছি।"

শোকজের বিষয়ে জানতে চাইলে রেজা কিবরিয়া বলেন, "আমি শুনেছি। বিষয়টি আমার আইনজীবী দেখছেন।"

‘রাজনীতি’ : আরও খবর

» ঋণখেলাপিদের মনোয়ন দেয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

» হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস

» সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’