বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের উদ্যোগে ২শ শীতার্ত মানুষের মাঝে চাদর বিতরণ করা হয়েছে।
বুধবার, (০৭ জানুয়ারী ২০২৬) সকালে উপজেলার চিংড়াখালী, রামচন্দ্রপুর, বনগ্রাম ও হোগলাপাশাপা, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় দুস্থ মানুষের এসব চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী মনিরুজ্জামান মনির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ঢাকা দক্ষিণের সভাপতি মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতারা।