ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বয় সেল খুলেছে নির্বাচন কমিশন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বৃহস্পতিবার জানান, দেশের যে কোনো নাগরিক নির্বাচনি আচরণ-বিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ বা তথ্য টেলিফোনের মাধ্যমে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে জানাতে পারবেন।
সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো- ০২৫৫০০৭৪৭০, ০২০৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।
এই সমন্বয় সেল ভোটের পরদিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে।
সারাদেশ: ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম