দেশে ফেরার পর প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন তিনি। এ যাত্রার শুরুতেই উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।
যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের অনতিদূরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে দুপুর আড়াইটায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
যমুনা নদীর তীরে ৪০০ একর জায়গায় নির্মিত বিসিক শিল্পপার্কটির অভ্যন্তরে এই দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। এজন্য ইতোমধ্যে দলটির পক্ষ থেকে নানা প্রস্তুতি শুরু করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটানো হবে। এ আয়োজনকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরির প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে ফেরার পর প্রথম ঢাকার বাইরে সিরাজগঞ্জ জেলায় তারেক রহমানের আগমনের কথা শুনে সব স্তরের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ শুরু হয়েছে। এই দোয়া মাহফিলে অংশ নিয়ে তারেক রহমানের সঙ্গে এলাকাবাসী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহি আত্মার শান্তি কামনা করবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকায় আমরা গর্বিত। এ আয়োজনে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। দোয়া মাহফিল সফল করতে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের এমপি প্রার্থী ও দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ইতোমধ্যে আমরা দোয়া মাহফিলের স্থান বিসিক শিল্পপার্ক এলাকা পরিদর্শন করেছি।
গতকাল বুধবার থেকেই সেখানে মঞ্চ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তবে তারেক রহমানের আগমন ঘিরে কোনো প্রকার আনন্দ মিছিল না করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
সারাদেশ: ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম