জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত সময়ে মরামানুষ এসেও ভোট দিয়েছে এমন ঘটনাও ঘটেছে। এটাই তো আমাদের দেশের কালচার। কিন্তু হাদি এবং আমরা এটাকে পরিবর্তন করতে চাই।
তিনি বলেন, আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু চান- রাস্তাচান, ঘাটচান, কালভার্ট চান, ব্রিজ চান। আর আমি সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কাছে একটি জিনিস চাই। সেটা হচ্ছে, আপনারা রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা একটু সহজ করে দিন এবং বলুন, আমরা কীভাবে সহজ করবো।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন আপনাদের জন্য অটো পাঠানো হয়, গাড়ি পাঠানো হয় এটাও এক ধরনের ঘুষ। এখন আপনি নিজে ঘুষ খাবেন, আর নিজে প্রত্যাশা করবেন নেতা একদম পীর সাহেব হবেন এটা এক ধরনের মুনাফেকি। ভোটের দিন নিজের দায়িত্বেই গিয়ে ভোট দেয়া উচিত। নাকি নেতা গাড়ি পাঠাবে, অটো পাঠাবে, আর আপনি সেই অটোতে উঠে ভোট দিতে যাবেন? তাহলে আপনি একদিন ঘুষ খাবেন, আর নেতা পাঁচ বছর ঘুষ খাবেন। তাই আপনি নিজেও ঘুষ খাবেন না, নেতাকেও ঘুষ খেতে দেবেন না।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই যে হাদি ভাই মারা গেছেন হাদি ভাইয়ের জানাজায় লাখ লাখ মানুষ হয়েছে। হাদি ভাইয়ের সততাই ছিল তার রাজনৈতিক আদর্শ। তিনি অর্থ লোপাট করেননি। তিনি ব্যাংকের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে সেই টাকায় নির্বাচন করেননি, করতে চাননি। বরং তিনি দেখিয়েছেন কীভাবে নির্বাচনীয় ক্যাম্পেইন করতে হয়।’
তিনি বলেন, ‘তিনি মুড়ি-বাতাসা নিয়ে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি চেয়েছেন বাংলাদেশে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়, মানুষ যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।’
তিনি আরও বলেন, আজ গ্রামে গ্রামে শহীদ হাদির জন্য দোয়া করছেন মা-বোনেরা ও বৃদ্ধ বাবারা। শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা নিলাম। আমরা শহীদ হাদির হত্যার বিচার এই দেশেই নিশ্চিত করেই ঘরে ফিরব।
পরে শহীদ ওসমান হাদির আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ ইউনিয়ন জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সারাদেশ: যশোরে ৪টি গুদামে ভয়াবহ আগুন
নগর-মহানগর: হাই কোর্ট মাজারের ওরশে পুলিশের বাধার অভিযোগ