শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সম্পদ সৃষ্টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটানো সম্ভব এবং এরজন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স রাইট আয়োজিত ‘ন্যাশনাল কনভেনশন অন লেবার মেনিফেস্টো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ‘শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই আমাদের সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে এ বিষয়ে কেন আজ আবার নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সংগ্রহ।’
অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান ‘শ্রমিক ইশতেহার’ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ ‘শ্রমিক ইশতেহার’ ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, এ ইশতেহার বাস্তবায়নের মূল দায়িত্ব তাদের ওপরই বর্তাবে। রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমিকদের গুরুত্ব তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, আর শ্রমজীবী মানুষ সেই জনগণের একটি বিশাল অংশ। যেকোনো বিবেচনায় শ্রমিকরা রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আশা প্রকাশ করেন, দেশ ও জনগণের স্বার্থে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো ইশতেহার বাস্তবায়নে এগিয়ে আসবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেসবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
অপরাধ ও দুর্নীতি: ঘটনাস্থল মানিকগঞ্জ: হাসপাতালে নারী ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক
অপরাধ ও দুর্নীতি: অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৫ বছর কারাদণ্ড