image

নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা চালাচ্ছে: মির্জা আব্বাস

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশে একটি দেশবিরোধী শক্তি নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, যারা কোনোদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন-সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা চালাচ্ছে।

সোমবার রাজধানীর বারডেম হাসপাতাল অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও স্মরণসভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের উদ্দেশে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে। কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। জনগণের পালস্ বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেও ব্যস্ত তারা।’ তবে জনগণ তাদের এই ফাঁদে পা দেবে না বলে তিনি মন্তব্য করেন।

খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমরা (বিএনপি) বিভিন্নভাবে আক্রান্ত হয়েছি। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও স্বৈরাচার সরকারের হিংসাত্মক আচরণের শিকার হয়েছিলেন। তার ওপর অবিচার ও অত্যাচার হয়েছে, তবু তিনি দেশ ছেড়ে যাননি। শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছেন দেশনেত্রী।’

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি