গণঅভ্যুত্থানের ‘অন্য ধারার’ তরুণদের নেতৃত্বে ‘আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম’

সংবাদ অনলাইন রিপোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকা ‘বাম ও মধ্যপন্থী তরুণদের নেতৃত্বে’ নতুন আরও একটি রাজনৈতিক ‘প্লাটফর্ম’ আসছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বের হয়ে আসা কেন্দ্রীয় কয়েকজন নেতার পাশপাশি বিভিন্ন মতাদর্শের তরুণ অ্যাকটিভিস্ট, ছাত্রনেতা, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অনুসারীরা যুক্ত হবেন বলে জানা গেছে।

আগামী শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন এই প্ল্যাটফর্মের লক্ষ্য হবে- মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে নীতি প্রণয়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। প্রায় এক বছর আগে থেকে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের চিন্তাভাবনা শুরু হয়। একপর্যায়ে এর প্রস্তাবিত নাম ছিল ‘নিউ পলিটিক্যাল অ্যাকশন’ (নতুন রাজনৈতিক প্রয়াস)। তবে সংগঠনের নাম চূড়ান্ত হয়নি; শুক্রবার আত্মপ্রকাশ অনুষ্ঠানেই নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী ভাবাদর্শের অনেকে নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। গত সেপ্টেম্বরে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায়, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও অলিক মৃ থাকছেন এই প্ল্যাটফর্মে।

তাদের মধ্যে অনিক রায় বামধারার ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। পরে এনসিপিতে যোগ দিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক হয়েছিলেন তিনি।

লেখক ও অ্যাকটিভিস্ট তুহিন খান ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব। আর আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদের সাবেক নেতা অলিক মৃ ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক।

নতুন প্ল্যাটফর্মে আরও থাকছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ, লেখক ফেরদৌস আরা রুমী, ছাত্র ইউনিয়নের নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ অনেকে।

বিভিন্ন মতাদর্শের তরুণ অ্যাকটিভিস্ট, ছাত্রনেতা, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অনুসারীরা এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে জানা গেছে।

‘রাজনীতি’ : আরও খবর

» পোস্টাল ব্যালটে প্রতীক আড়াল করার অভিযোগ বিএনপির

সম্প্রতি