image
ছবিঃ সংগৃহীত

বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন গিয়াসউদ্দিনের

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলে চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। স্থাবর ও অস্থাবর সম্পত্তিসহ টিআইএনধারী সন্তানদের তথ্য গোপন করেছেন প্রার্থী মান্নান।

জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জামা দিলে ১০ জন প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। হলফনামা অসম্পূর্ণ থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রাথী অধ্যাপক রেজাউল করিমের আবেদন। এসময় বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের হলফনামাা অসম্পূর্ণ অর্থ্যাৎ তথ্য গোপন করা হলেও তা বৈধ ঘোষণা করা হয়। হলফনামায় তথ্য গোপন করায় তার মনোনয়ন পত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। আপিল আবেদনে জানা যায়, বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পত্রের সাথে দাখিল করা হলফনামায় স্থাবর সম্পত্তি সম্পর্কে ফর্ম-২১ এ ভুল এবং মিথ্যা তথ্য এবং বার্ষিক আয় গোপন করেছেন। হলফনামায় প্রার্থী মান্নান দুইটি ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করেছেন, যেখানে তিনি মাাত্র ৫২ হাজার ৬৮০ টাকা ব্যালেন্স রয়েছে। তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও হলফনামায় একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন যেখানে দুইটি ব্যাংকের হিসাব নম্বর রয়েছে যার একটি তার নিজের নামের।

প্রার্থী মান্নানের ব্যবসা প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংকে হিসাব নম্বর থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি। এছাড়াও হলফনামায় বহুতল ২টি বাড়ী উল্লেখ করা হলেও প্রার্থী মান্নান কমপক্ষে ৫টি বাড়ীর মালিক বলে জানা গেছে। স্থাবর সম্পত্তির পাশাপাশি তার নিজের সন্তানদের নামও গোপন করেছেন। হলফনামায় ২ স্ত্রী ও ২ সন্তানের নাম থাকলেও তার ৫ জন সন্তান রয়েছে। এর মধ্যে টিআইএনধারী ছেলে খায়রুল ইসলাম সজিব ও সাইদুল ইসলাম সাকিলের নাম গোপন করেছেন। নিবাচনে আর্থিক ব্যয় গোপন করতেই তাদের নাম ও সম্পদের বিবরণ হলফনামায় গোপন করেছেন বলে আবেদনে জানা যায়। এ বিষয়ে আপিলকারী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ১৪ অনুচ্ছেদের (১) ধারার অধীনে যাচাই-বাছাইয়ের প্রক্কালে আপত্তি উত্থাপন করার পরেও উত্থাপিত আপত্তি নিষ্পত্তি না করেই রিটার্নিং অফিসার অবৈধভাবে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি