ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ড. মোহাম্মদ আলী কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মো. আজিজুর রহমানের ছেলে এবং জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানের ভাতিজা। ড. মোহাম্দ আলী জানিয়েছেন, প্রার্থী তার দাখিলকৃত হলফনামায় একটি সক্রিয় বাণিজ্যিক লাইসেন্সের তথ্য উল্লেখ করেননি। এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক প্রদত্ত সার ও বীজ ডিলার লাইসেন্স নম্বর ৮২৭, যা কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে অবস্থান করছে।
এ বিষয়ে কাল শনিবার নির্বাচন কমিশনে শুনানি হওয়ার কথা রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, উক্ত লাইসেন্সের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন ও আয় সম্ভব থাকলেও তা হলফনামায় অন্তর্ভুক্ত করা হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪ (২) অনুযায়ী প্রার্থী যদি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া যায়।
মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, তার নামে সারের ডিলারশিপ রয়েছে এবং ব্যবসার তথ্য উল্লেখ করেছেন, তবে ডিলারের কাগজপত্র দিতে ভুলে গেছেন। তিনি শুনানিতে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করবেন।
অর্থ-বাণিজ্য: দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯৪০ কোটি ডলার
অর্থ-বাণিজ্য: বিএইচবিএফসির খেলাপি ঋণ কমে ৩.৪৫%
বিজ্ঞান ও প্রযুক্তি: বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা