image
ছবিঃ সংগৃহীত

১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত

ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন রেখে ২৫০ আসনে সমঝোতা

সংবাদ অনলাইন রিপোর্ট

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাদের জন্য ৫০টি আসন ফাঁকা রেখেই বাকি ২৫০ আসনে সমঝোতা চূড়ান্ত করেছে ১০টি দল। বৃহস্পতিবার, (১৫ জানুয়ারী ২০২৬) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। জোটের পক্ষ থেকে জানানো হয়, আসন ভাগের চূড়ান্ত তালিকা সংবাদ সম্মেলন করে রাতে ঘোষণা করা হবে। নতুন এই জোটের নাম দেয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

এরপর বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে আসন সমঝোতার কথা সাংবাদিকদের ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, মোট ২৫০ আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে নির্বাচনে জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে।

আসন ঘোষণা করার আগে জামায়াতের নায়েবে আমির বলেন, এখন যে কয়টা দল উপস্থিত আছে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা ঘোষণা করা হচ্ছে। বাকি আসনে শরীকদের ঐকমত্যের ভিত্তিতে সমঝোতা করা হবে।

দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কোনো প্রতিনিধি না থাকলেও রাতে আসন ভাগের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ইসলামী আন্দোলনের প্রতিনিধি উপস্থিত থাকবে বলে আশা করেছিলেন জোটের নেতারা। কিন্তু সর্বশেষ তথ্যানুযায়ী ইসলামী আন্দোলন ওই সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ নিশ্চিত করেছেন, সার্বিক বিষয়ে নিজেদের অবস্থান জানাতে আজ দুপুর ৩টায় দলীয় কার্যালয়ে তারা আলাদা সংবাদ সম্মেলন করবেন। এর আগে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছিলেন, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে তাদের দেরিতে জানানো হয়েছিল, তাই প্রস্তুতি নিয়ে যাওয়া সম্ভব হয়নি; তবে জামায়াতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলমান। তাদের জন্য আসন নির্দিষ্ট করে রেখেই জোটের আসন ভাগাভাগি হয়েছে।’

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা আমরা একসঙ্গেই এগিয়ে যেতে পারবো এবং তাদের সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবো। জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রাতের সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বৈঠকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের প্রমুখ।

এর আগে আসন বন্টন নিয়ে মনোমালিন্য হলে ইসলামী আন্দোলন জোট ছেড়ে দেয়ার আভাস দিয়েছিল। তবে মাওলানা মামুনুল হকের মধ্যস্থতায় তাদের জোটে রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি