image
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

দোয়া অনুষ্ঠানের নামে ভোট প্রার্থনা, বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী সিলভার সেলিমকে শোকজ নোটিস

প্রতিনিধি, বাগেরহাট

দোয়া অনুষ্ঠানের নামে ভোট প্রার্থনা করার খবর পত্রিকা ও টিভিতে প্রচার পাওয়ায় বাগেরহাট ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমকে শোকজ করা হয়েছে। নির্বাচনী এলাকা-৯৭ বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. কামরুজ্জামান বুধবার এ শোকজ নোটিস প্রদান করেন। ওই নোটিসে বলা হয়, গত ১২ জানুয়ারী মোংলা উপজেলার হেলিপ্যাড মাঠে একটি দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের পক্ষে ভোট প্রার্থনা করা হয়; যা দৈনিক আমার দেশ, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় এবং গাজী টিভি ও দীপ্ত টিভিতে প্রকাশ ও প্রকাশিত হয়। এতে নির্বাচন বিধিমালা-২০২৫ এর ৬ ও ১৮ বিধি সুস্পষ্ট লংঘন এবং শাস্তিমূলক অপরাধ কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারকের কার্য্যলয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে; যা মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিস জারি করে আদালতকে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার মোংলা উপজেলার হেলিপ্যাড মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরানখানী,দোয়া মাহফিল ও তাবারকের আয়োজন করা হয়। যা দুর্বৃত্তরা হামলা করে ২ জনকে আহতকরাসহ তাবারক লুট করে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি