image

নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ

সংবাদ অনলাইন রিপোর্ট

আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্লাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্লাটফর্মটি।

৫ আগস্ট-পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস নিয়ে গত ১৭ মাসে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন এই রাজনৈতিক মঞ্চ যুক্ত হলো, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেছে অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল। এরমধ্যে শুক্রবার বৈষম্যহীন সমাজ ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রতিশ্রুতিসহ ৫টি মূলনীতি ও ৭টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল এনপিএ।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি