image

মনোনয়নপত্র বাতিল: বিএনপির প্রার্থী প্রার্থিতা হারালেন

সংবাদ অনলাইন রিপোর্ট

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার তাঁর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থিতা হারালেন।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আপিল করেছিলেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেন যে বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর সেই আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের মাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষিত হয়।

অন্যদিকে, মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। তাঁর সেই আপিলটি নামঞ্জুর হয়ে যায়। ফলে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি