image
পলাশ (নরসিংদী) : খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল -সংবাদ

পলাশ উপজেলা প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রুহের কল্যাণ কামনায় দোয়া-মাহফিল

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন। দোয়া মাহফিলে সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।

আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আইসিটি সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি