image

সমঝোতার ৩০ আসনের ২৭টিতে প্রার্থী ঘোষণা করল এনসিপি

সংবাদ অনলাইন রিপোর্ট

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি বরাদ্দকৃত আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) এনপিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রার্থীদের নামসহ ছবি পোস্টার দেওয়া হয়েছে। প্রার্থীরা ভোটপ্রচার করছেন ‘শাপলা কলি’ প্রতীকে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন: ঢাকা–১১ আসনে এনপিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারী, নোয়াখালী–৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য প্রার্থীরা বিভিন্ন জেলায় ভোট প্রচারণা চালাচ্ছেন।

এছাড়া দল ঘোষিত অন্যান্য আসনের মধ্যে আছেন সিরাজগঞ্জ–৬ থেকে এস এম সাইফ মোস্তাফিজ, নারায়ণগঞ্জ–৪ থেকে আব্দুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান–১ থেকে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ থেকে মাওলানা আশরাফ মাহদী, পিরোজপুর–৩ থেকে শামীম হামিদী ও নাটোর–৩ থেকে এস এম জার্জিস কাদির।

দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি তিনটিতে অচিরেই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১০ দলের নির্বাচনী সমঝোতা ঘোষণা করা হয়, যেখানে এনসিপি সমন্বয়ের অংশ হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়েছিল। যদিও ঐ সমঝোতায় প্রথমে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত সমঝোতায় না থাকতে পারে এবং নিজের মতো ২৬৮টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। এনসিপি পরে জামায়াতের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সমঝোতা বাড়ানোর চেষ্টা চালিয়েছে, কিন্তু চূড়ান্ত ফলাফল এখনো অপেক্ষমাণ।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি