জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “এই নির্বাচনে আমরা কি অংশ নেব, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।” তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন (ইসি) কয়েকটি সিদ্ধান্তে বিপরীতে আচরণ করেছে, যার কারণে দলের মধ্যে শঙ্কা ও সংশয় দেখা দিয়েছে।
গত রোববার (১৮ জানুয়ারি) মাহমুদ বলেন, ইসির প্রতি-পক্ষপাতমূলক আচরণের কারণে দলের এবং জনগণের মধ্যে যাতে “সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন” সম্পর্কে যথাযথ আস্থা না থাকে, তা উদ্বেগের বিষয়। তিনি উল্লেখ করেন যে, ইসির গত আপিল শুনানিতে অপর একটি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক এবং অতিরিক্ত রাজনৈতিক চাপ নির্বাচনের প্রক্রিয়াকে সন্দেহের আওতায় নিয়ে এসেছে।
এনসিসির এই শঙ্কা এমন এক সময়ে প্রকাশ পেল যখন বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই তাদের মনোনয়ন, সমঝোতা ও নির্বাচন অংশগ্রহণ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এনসিপির নেতারা বলছেন, আগামী দিনে দল আগামী নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া সম্পর্কে চূড়ান্ত অবস্থান ঘোষণা করবে।