দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, প্রয়োজন পরিবর্তনের: তারেক রহমান

নিজস্ব বার্তা পরিবেশক, ঢাকা ও প্রতিনিধি, যশোর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, এক দল আরেক দলকে দোষারোপ করার রাজনীতিতে মানুষের পেট ভরে না। রাজনীতি হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণে মন্তব্য করে তিনি বলেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই হলো সবচেয়ে বড় রাজনীতি।

সোমবার, (১৯ জানুয়ারী ২০২৬) যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মঞ্চে দাঁড়িয়ে এক দল আরেক দলের সমালোচনা ও দোষারোপ করার যে ধারা চলে আসছে, তাতে একটি পরিবর্তন প্রয়োজন। তিনি দাবি করেন, বিএনপি সেই পরিবর্তনের সূচনা করেছে। তিনি বলেন, বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তবে একটি রাজনৈতিক দলের পক্ষে একা এই বিশাল দায়িত্ব বহন করা কঠিন।

আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, অসহায় পরিবারগুলোর সেবা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের রাষ্ট্রীয় সহায়তা ও প্রণোদনা দিতে ‘কৃষি কার্ড’ চালু করা হবে। শহর ও গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। খাল খনন প্রকল্প ও নারী উন্নয়ন বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালুর ঘোষণা দেন তারেক রহমান।

তিনি বলেন, ভারী বর্ষণ কিংবা সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিলে দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, এ সমস্যা সমাধানে খাল খনন প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারী শিক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তার সুফল হিসেবে শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিশু আফিয়ার ত্বক ও চুলের রঙের ভিন্নতার কারণে কুসংস্কারের বশবর্তী হয়ে তার বাবা তার মাকে তালাক দিয়েছিলেন, গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর বিএনপি ওই পরিবারের পাশে দাঁড়ায়।

একই দিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে শহীদ ফিরোজ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এই নিরাপত্তা ব্যবস্থা হতে হবে ‘বেহুলার বাসরঘরের’ মতো নিছিদ্র। তিনি অভিযোগ করেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে ধরনের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

নির্বাচন কমিশন প্রসঙ্গে রিজভী বলেন, কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হয়ে যাচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, নির্বাচনে যেন সুক্ষ্ম কারচুপির কোনো সুযোগ না থাকে এবং জনগণ যেন ভয়হীন পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিত করা সরকার ও কমিশনের প্রধান দায়িত্ব। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে যথাযথ পুনর্বাসন করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে: মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে জবানবন্দি: গুম-নির্যাতনের বিবরণ দিলেন হুম্মাম কাদের

» বিএনপি-জামায়াতের সঙ্গে লড়াই হবে ত্রিমুখী

» জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে স্বামী, ১০ আসনে স্ত্রী প্রার্থী

সম্প্রতি