নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে: মির্জা ফখরুল

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি বিশ্বাস করে, বর্তমান কমিশন যোগ্যতার সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

সোমবার, (১৯ জানুয়ারী ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি ও নির্বাচন পরিচালনার বিষয়ে ফখরুল বলেন, ‘আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’

দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালটসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, মনোনয়নপত্র যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার নয়। তিনি জানান, বিএনপির যেসব সমস্যা বা অভিযোগ ছিল, তা ইতোমধ্যেই কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। মাঠপর্যায়ে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ না থাকার বিষয়ে কোনো অভিযোগ বিএনপির কাছে নেই বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার পতনের পর আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য বিএনপি শপথ নিয়েছে। তিনি বলেন, এই শপথের মধ্য দিয়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবে।

জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তলাবিহীন ঝুড়ি বা ‘বটমলেস বাস্কেট’ হিসেবে অভিহিত বাংলাদেশকে তিনি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, প্রয়োজন পরিবর্তনের: তারেক রহমান

» ট্রাইব্যুনালে জবানবন্দি: গুম-নির্যাতনের বিবরণ দিলেন হুম্মাম কাদের

» বিএনপি-জামায়াতের সঙ্গে লড়াই হবে ত্রিমুখী

» জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে স্বামী, ১০ আসনে স্ত্রী প্রার্থী

সম্প্রতি