চুয়াডাঙ্গার দুটি আসনের ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার, (২১ জানুয়ারী ২০২৬) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।
এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন শরীফুজ্জামান, দাড়িপাল্লা পান মাসুদ পারভেজ রাসেল ও হাতপাখা প্রতীক পান জহুরুল ইসলাম আজিজী। এ ছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন মাহমুদ হাসান খান বাবু। তার পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন খালিদ মাহমুদ মিল্টন।
ওই আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন রুহুল আমীন ও হাতপাখা পান হাসানুজ্জামান সজীব।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব প্রচারণা চালাতে হবে। আচরণবিধি প্রতিপালন করতে হবে। নির্বাচন কমিশনের যেসব নিয়মনীতি রয়েছে তা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। নিবার্চনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে চারটি উপজেলায় ১১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নিয়মের ব্যত্যয় হলে তারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২