image
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের সমর্থনে এবি পার্টির শাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফের সমর্থনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের সমর্থনে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি