আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর এবং দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম নির্বাচনী জনসভা।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ অনাকাক্সিক্ষত, নির্বাচন কমিশনের প্রতি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান
নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার পুণ্যভূমি সিলেট থেকে এই প্রচারভিযান শুরু করবেন তিনি।
তারেক রহমানের সফরসূচি অনুযায়ী বুধবার, (২১ জানুয়ারী ২০২৬) রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা তার। এরপর গভীর রাতেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সিলেটের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান একটানা আরও বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিবেন। বৃহস্পতিবার যেসব স্থানে তারেক রহমান থামবেন এবং বক্তব্য দেয়ার কথা রয়েছে এরমধ্যে রয়েছে, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম (বিকেল)। নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকা। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জে গাউছিয়া এলাকা। সব সমাবেশ শেষ করে গভীর রাতে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।
দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনুকুল ইসলাম শ্রাবনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ ও ত্যাগী নেতারা। এছাড়া তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, সিলেটে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ ও সাউন্ড সিস্টেমের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সিলেট জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, ‘এই সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতারা বা ওই অঞ্চলের যারা দলের প্রার্থী হয়েছেন তারাও যোগ দেবেন। আমাদের সিলেটেরও ৬টি সংসদীয় আসনের যারা ধানের শীষের প্রার্থী বা জোটের প্রার্থী আছেন তারা যোগ দেবেন। সুতরাং আমরা একটি আনন্দঘন পরিবেশে সমাবেশটি সফল করতে চাই।’
সিলেট মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘বৃহৎ রাজনৈতিক দলের কর্ণধার আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান। আমরা সিলেটি হিসেবে খুব গর্ব করি। কারণ উনি নিজে থেকেই বলেছেন, উনি হাফ সিলেটি। আমাদের সাধারণ মানুষদের মধ্যেও একটা বাড়তি উত্তেজনা এবং আনন্দ আছে।’
তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ সিলেট বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমরা আশাবাদী, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সভাটি শুরু করবো আমরা সকাল ১০টায়।’
সিলেট পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘আমাদের সিলেট জেলাতে, বিশেস করে বিশ্বনাথ থানা এবং ফেঞ্চুগঞ্জ থানায় হয়তো উনি পথসভা করতে পারেন, এরকমই আমরা সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আমরা এরই মধ্যে নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যাতে ওনার গমনকালীন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।’
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন করবেন রুহুল কবির রিজভী।
গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের তীব্র সমালোচনা করেন এবং একে অনাকাক্সিক্ষত বলে অভিহিত করেন। তিনি নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন।
সিলেটের পর পরবর্তী সফর চট্টগ্রাম বিভাগে হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।