ময়মনসিংহ-২ আসনে, কারাগারে থাকা সারোয়ার পেলেন ঘোড়া প্রতীক

জেলা বার্তা পরিবেশক , ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কারাগারে তাকা শাহ শহীদ সারোয়ার ঘোড়া প্রতীক পেয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় করা মামলায় কারাগারে বন্দী আছেন।

বুধবার, (২১ জানুয়ারী ২০২৬) সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় ১১ আসনে ৬৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার পক্ষে প্রতীক নিতে আসা শাহ্ তারিক ইস্কান্দার বলেন, ‘ষড়যন্ত্রমূলক মামলায় আমার বড় ভাইকে জেলে পাঠানো হয়েছে। জনগণ আমাদের পক্ষে থাকায় বড় ভাই প্রার্থী হয়েছেন। তবে আমাদের কর্মী-সমর্থকদের মামলার হুমকি দেয়া হচ্ছে। আমরা আশা করছি, দ্রুত ভাইয়ের জামিন হবে। প্রচার-প্রচারণা কার্যক্রম আমরা নিজেরাই চালিয়ে যাব।’ একই আসনে বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘তাকে (সারোয়ার) মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপির দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছে। এই স্বৈরাচারকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনবে না।’

ধানের শীষের প্রতীক পেয়ে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,বৃহস্পতিবার (আজ) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে। দীর্ঘ বছর পর এমন একটি নির্বাচনের জন্য মুখিয়ে ছিল মানুষ। এবার ভোটাররা তাদের পছন্দ মতো ভোট দিতে পারবেন। প্রচারে সব প্রার্থী সমান সুযোগ পাবেন।

ময়মনসিংহের ১১ সংসদীয় আসনের নয়টিতেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। বিষয়টি কীভাবে দেখছেন এমন প্রশ্নে বিএনপির যুগ্ম মহাসচিব প্রিন্স বলেন, ‘যাদের অবস্থান বিএনপির বিরুদ্ধে তারা দলের সঙ্গে বেঈমানি করছেন। তাদের প্রতিবাদ জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। আমার আসনেও বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি আমাকে বেকায়দায় ফেলতে নানা ফন্দি আঁটছেন। কিন্তু এতে সফল হতে পারছেন না। দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছেন।’

জেলার ১১টি আসনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন বলা হয় ময়মনসিংহ-৪। এ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, উন্নয়নের স্বার্থে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। সদরে ধানের শীষের জোয়ার উঠেছে।

এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘পরিবর্তনের লক্ষে মানুষের রায় দাঁড়িপাল্লা প্রতীকে আসবে। মানুষ উন্নয়নের স্বার্থে পরিবর্তন চায়।’

ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের সময় প্রার্থী ও তাদের সমর্থকদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। আচারবিধি লঙ্ঘন করলে আইনের আওতায় আনা হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

» নির্বাচনের প্রার্থিতা চাইতে গিয়ে হতাশ হয়ে ফিরলেন মঞ্জুরুল আহসান মুন্সী

» সিলেটে তারেক: মাজার জিয়ারতের মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রচারণা শুরু

» ভোটের মাঠে ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী, শেষদিনে ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

» চট্টগ্রাম-৮: প্রতীক বরাদ্দের পর সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

সম্প্রতি