image

মানুষ ইসলামী আইন চায়: ফয়জুল করীম

জেলা বার্তা পরিবেশক, বরিশাল

শরীয়াহভিত্তিক দেশ গড়তে হাতপাখায় ভোট চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নির্বাচনী প্রচারণায় নেমে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘মানুষ ইসলামী আইন চায়। শরীয়াহভিত্তিক দেশ গড়তে চায়। কোরআন-সুন্নাহর ভিত্তিতে যদি দেশ গড়তে পারি; তাহলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার, (২২ জানুয়ারী ২০২৬) বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বরিশাল-৫ আসনের প্রার্থী ফয়জুল করীম বলেন, ‘গত ৫৪ বছরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি, সব ধর্মসহ সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে; দেশে সাম্যতার সৃষ্টি হবে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ হবে যদি হাতপাখা বিজয়ী হয়।’

সরকার গঠন করতে পারলে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘অন্যায়-অবিচার ও দুর্নীতির মূলোৎপাটন করবো।’

দুর্নীতির কারণে দেশের উন্নতি হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা দুর্নীতিকে একেবারে নির্মূল ফয়জুল করীম বলেন, ‘গত ৫৪ বছর বিভিন্ন দলকে নির্বাচিত করা হয়েছে; সবাই দেখেছেন দেশের অবস্থা।’

একবারের জন্য হলেও ইসলামী আন্দোলনকে সরকার গঠনের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশটাকে বির্নিমাণে সহযোগিতা করুন। ইসলামী হুকুমত কায়েম করার জন্য সহায়তা করুন।’

‘রাজনীতি’ : আরও খবর

» জামায়াত ২১৫ আসন রেখে জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে

» জনগণের পরামর্শে দেশ গড়ার অঙ্গীকার, বিএনপির ৫ বিশেষ নির্বাচনী কর্মসূচি ঘোষণা

সম্প্রতি