আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম, এ ওয়াহাব, জেলা কৃষকদের আয়হ্বাক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব কাজী মুঞ্জরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ওলামা দলের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম। এদিকে, সভায় জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল বারী উপস্থিত ছিলেন না বলে দেখা গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে লেনোভোর নতুন প্রজন্মের তিনটি ডেস্কটপ
সারাদেশ: পূর্বধলায় নির্বাচনী প্রচারণা শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে টেকনোর নতুন ডিভাইস মেগাপ্যাড এসই