image

জামায়াতকে ধোঁকাবাজ বলেলেন চরমোনাই পীর

সংবাদ অনলাইন রিপোর্ট

জামায়াতে ইসলামীকে ধোঁকাবাজ বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। চরমোনাইয়ের পীর বলেছেন, যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করতে পারে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলামের পক্ষে, আর ইসলামের পক্ষের একমাত্র প্রতীক হলো হাতপাখা।

শুক্রবার,(২৩ জানুয়ারী ২০২৬) ঢাকা-৫ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যাত্রাবাড়ীর কাজলারপাড়ে আয়োজিত এই জনসভায় মুহাম্মাদ রেজাউল করীম তরুণদের উদ্দেশে হাতপাখা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলনের আমির বলেন, ক্ষমতার রঙিন স্বপ্ন দেখে একদল জনতাকে ধোঁকা দেয়ার নীলনকশা করেছে। যারা নিজেদের সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে ইসলাম ও দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের সঙ্গে অপোস করে ইসলামী আন্দোলন ক্ষমতার সহজ রাস্তা বেছে নেয়নি। জুলাই গণঅভ্যুত্থানেও ইসলামী আন্দোলন রাজপথে গুলির মুখে দেশ রক্ষায় সর্বাগ্রে নেমে এসেছিল।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে। ইসলামের পক্ষে একবাক্স এখন হাতপাখার বাক্স। হাতপাখার বিজয়ের লক্ষ্যে বিরামহীন কাজ চালিয়ে যেতে হবে। এই দেশ আল্লাহর ওপর বিশ্বাসী মানুষের দেশ। এখানে কোনো জুলুম ও অন্যায়ের রাজনীতি চলতে দেয়া হবে না।

সভায় ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইবরাহীম বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটানো হবে এবং ভারতীয় আধিপত্যবাদ আর থাকবে না।

‘রাজনীতি’ : আরও খবর

» নেত্রকোনা-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

» শরীয়তপুরের ৩টি আসনে চূড়ান্ত প্রার্থী ২১ জন

» জামায়াত ২১৫ আসন রেখে জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে

সম্প্রতি