শুক্রবার,(২৩ জানুয়ারী ২০২৬) সকাল দ্বিতীয় দিনের প্রচারণার শুরুতে নির্বাচনী এলাকায় লবণ মাঠে গিয়ে লবণ চাষি শ্রমিকদের আবদার রাখতে গিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন। আবার ফেরার পথে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে নিয়ে ঘুড়ি উড়িয়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার কক্সবাজরের পেকুয়া উপজেলার উপকূলীয় জনপদ মগনামা ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ সবাইকে অবাক করে ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটান।
জানা গেছে, শুক্রবার সকাল ৮টার পর পেকুয়া উপজেলা সদরের বাসভবন থেকে নিজ উপজেলার মগনামা ইউনিয়নে প্রচারণা চালাতে যান বিএনপি তথা ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এ সময় লবণ চাষিরা মাঠে কাজ করতে দেখেলে তিনি মাঠে নেমে পড়েন। লবণ চাষিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করনে।
এক পর্যায়ে লবণ চাষিরা তার সঙ্গে ছবি তোলার আবদার করেন। তিনি লবণ চাষিদের শুধু আবদার না, নিজে মোবাইল নিয়ে সব চাষিকে ডেকে সেলফি তোলেন। এতে সব চাষি খুশিতে আত্মহারা হয়ে যায়।
এরপরে লবণ মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুড়ি উড়াতে দেখতে পেলে সেখানেই নেমে যান সালাহউদ্দিন আহমেদ। পরে তাদের সঙ্গে নিয়ে ঘুড়ি খেলায় মত্ত হয়ে যান তিনি। এ সময় ছোট্ট বাচ্চারা স্লোগান দিতে থাকেন। ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম’ বলে বলে স্লোগান ধরতে থাকেন। সালাহউদ্দিন আহমেদ তাদের স্লোগানের জবাবে হাত তালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
মগনামা ইউনিয়নের বাসিন্দা লবণ চাষি আমির হামজা বলেন, অনেক বছর পর এলাকার সন্তান সালাহউদ্দিন আহমেদকে আমরা কাছে পেয়েছি। আমরা খুব আবেগাপ্লুত। তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা। তিনি যে এ রকমভাবে আমাদের সঙ্গে মিশে যাবেন ভাবতে পারিনি। ওনাকে বিপুল ভোটে জয়ী কওে আমরা সংসদে পাঠাবো। ওনি সংসদে গেলে লবণ চাষিদের ভাগ্য উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি।
লবণ চাষিদের সঙ্গে কথা বলে সেলফি তুলে ফেরার পথে সালাহউদ্দিন আহমেদ ঢুকে পড়েন পাশের গ্রামের একটি হতদরিদ্র পরিবারের বাড়িতে। এ সময় তিনি নিজে ওই বাড়ির গৃহকর্ত্রী থেকে এক গ্লাস পানি চান, পরে গৃহকর্তা গ্লাসে করে পানি এনে দিলে বাড়ির উঠানে বসা সালাহউদ্দিন পানি পান করতে করতে পরিবারের নারী-পুরুষ সদস্যদের কাছ থেকে জীবনযাত্রার খুটিনাটি বিষয়ে জানতে চান। এ সময় আশপাশের বাড়ির নারী-পুরুষ সবাই এলাকার সন্তান প্রিয় নেতাকে কাছে পেয়ে খুশীতে আত্মহারা হয়ে পড়েন।
এদিকে একইদিন শুক্রবার বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানকিপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, দেশে একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। বিএনপিই একমাত্র দল দেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইছেন। সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদি শক্তি ফিরে না আসে সে ব্যবস্তা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান সবার একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্টার জন্য আজীবন সংগ্রম করেছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ধানের শীষের পক্ষে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ভোট দেয়ারও আহবান জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন- চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।