image

এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

সংবাদ অনলাইন রিপোর্ট

গায়ের জোরে দেশ চালাবে না এমন সরকার চাওয়ার আকাক্সক্ষা ব্যক্ত করেছেন ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমরা এমন একটা সরকার চাই, যে সরকার আমাদের ২৪ এর আশা-আকাক্সক্ষাগুলো পূরণ করবে।

শুক্রবার নিজ আসনে নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন। মান্না বলেন, যারা ক্ষমতায় যাবেন তার কাছে আমরা আমাদের অভাব অভিযোগ বলবো। আমাদের এলাকা কী করলে ভালো হয় সে সম্পর্কে বলবো। কীভাবে আমাদের অভাব দুর হয়, চিকিৎসার ব্যবস্থা হয়, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা হয় সেই রকম একটা দেশ আমরা গড়ে তুলতে চাই।

তিনি বলেন, সরকারের কাছ থেকে নিজের পাওনা বুঝে নিতে হবে। বেকার ভাতা, দুস্থ ভাতা, মহিলা ভাতা এসবের ক্ষেত্রে ঘুষ যেন না দিতে হয় এমন ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই নির্বাচনে আমরা এমন একটা সরকার চাই, যেই সরকার আমাদের ২৪ এর আশা-আকাক্সক্ষাগুলো পূরণ করবে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমরা এতদিন ধরে লড়াই করেছি, এখন ভোটের সময় এসেছে আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যেখানে দুর্বৃত্ত জায়গা পাবে না। গায়ের জোরে আগের মতো কিছু চলবে না বরং মানুষের ভালোবাসার মধ্য দিয়ে সমাজ, দেশের শাসন চলবে।

তিনি আরও বলেন, কে মন্ত্রী হবে, এমপি হবে সেই লড়াই পরে। আসুন সবাই মিলে দেশ গড়ি। যেভাবে মুগ্ধ, আবু সাইদরা জীবন দিয়েছে তাদের জীবনের সম্মান দিতে হবে। তাদের জীবনের মাধ্যমে আরও উন্নত জীবন পাওয়া গেলেই কেবল তাদের সম্মান দেখানো সম্ভব।

‘রাজনীতি’ : আরও খবর

» নেত্রকোনা-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

» শরীয়তপুরের ৩টি আসনে চূড়ান্ত প্রার্থী ২১ জন

সম্প্রতি