১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ পাওয়ার পর নোয়াখালীর-৩, বেগমগঞ্জ সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় বর্তমানে মুখর হয়ে উঠেছে পাড়া মহল্লাসহ অলিগলি রাজপথ। বেগমগঞ্জ উপজেলায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন।
গত বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর সকাল থেকেই প্রার্থী ও তাদের সমর্থকেরা উপজেলার ১৬টি ইউনিয়ন ও বাণিজ্যকেন্দ্র নিয়ে গঠিত ১টি চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন। শুক্রবার ছুটির দিনে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা দলে দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রভিত্তিক প্রচার-প্রচারণা শুরু করেছেন। নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা মো. বোরহান উদ্দিনসহ মোট ৭ জন প্রার্থী প্রতীদ্বন্দ্বীয় ভোটযুদ্ধে প্রচার-প্রচারণায় নেমেছেন। কয়েকজন ভোটার ও এলাকাবাসী জানান, বিএনপি অধ্যুষিত বেগমগঞ্জে নানা কারণে এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী শহরে বিএনপির উদ্যেগে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাসের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের পক্ষে লিপলেট বিতরণ, উঠান বৈঠক, মিছিলসহ ব্যাপক গণসংযোগ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন একলাশপুর এলাকায় জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এলাকা এলাকায় গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকেলে বেগমগঞ্জের ৭নং একলাসপুর ইউপির অনন্তপুর এলাকায় সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা জামাল উদ্দিন মেম্বার এর নেতৃত্বে ধানের শীষ প্রতিকের পক্ষে অনন্তপুর এলাকায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে। নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাশ সাংবাদিকদের বলেন, আমাদের প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীরা দলে দলে ভাগ হয়ে উপজেলার কেন্দ্রভিত্তিক ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। এছাড়া স্বতন্ত্রসহ অন্য দলীয় প্রার্থীরাও লিফলেট হাতে নিয়ে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী মো.বরকত উল্লাহ বুলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. বোরহান উদ্দিন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নুর উদ্দিন (হাত পাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী মো. সিরাজ মিয়া (তারা), খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোরশেদ আলম (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. রাজিব উদদৌলা চৌধুরী (মোরগ) ও স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ (ফুটবল)।
এ পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই আসনে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার পাঁচ লাখ ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ৮৬৫ জন। এছাড়া আটজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ১৬৬টি ও ভোটকক্ষ রয়েছে এক হাজার সাতটি।
অর্থ-বাণিজ্য: ভারতের অধিকাংশ পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করেছে ইইউ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৬ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: পোশাক খাত নিয়ে সংকট, উদ্বিঘœ ব্যবসায়িরা
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই