নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘আমার পেট এবং পকেট দুটোই ভরা। কাজেই এলাকার বরাদ্দের জন্য আসা কোনো টাকাই আমার প্রয়োজন নেই। আমি সততার সঙ্গে আপনাদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।’ শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) দুর্গাপুর পৌরশহরের চকলেঙ্গুরা, সাধুপাড়া, কাছারি মোড় ও দশাল গ্রামে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় এক সাধারণ ভোটার প্রশ্ন করেন, বরাদ্দের অধিকাংশ টাকাই নেতাদের পকেটে চলে যায়। নির্বাচিত হলে তিনি বিষয়টি কীভাবে দেখবেন? এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমি যেমন কোনো বরাদ্দ তছরুপ করব না, ঠিক তেমনই কোনো নেতা বা দলীয় কর্মীকে এলাকার জন্য বরাদ্দের টাকা আত্মসাৎ করতে দেব না।’
গণসংযোগকালে চকলেঙ্গুরা এলাকার এক সনাতন ধর্মাবলম্বী ভোটার স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে কায়সার কামাল বলেন, ‘মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা গুরুত্বপূর্ণ। আপনাদের ভোটে আমি যদি সংসদে কথা বলার সুযোগ পাই, তবে বিগত সরকার মানুষের মৌলিক চাহিদা নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, আমরা তা হতে দেবো না। এটা আপনাদের সামনে ওয়াদা করে গেলাম।’
এ সময় মাদক ও আইনশৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, ‘মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, কলমাকান্দা উপজেলার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয়। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিনই ঘোষণা দিয়েছি আপনারা আমাকে সুযোগ দিলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।’ মাদককারবারি যত শক্তিশালী পরিবারের সদস্য বা নেতা হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নারীদের কল্যাণে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দলের পক্ষ থেকে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে।
বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে নারীদের কল্যাণে এলাকাভিত্তিক নানা ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।