নরসিংদী-২ আসনের ছয়জন প্রার্থীর মধ্যে বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য- সাবেক মন্ত্রী ডঃ মঈন খান ও ১০ দলীয় প্রার্থী মোঃ গোলাম সারোয়ার দুদিন ধরে প্রচারণায় কোমড় বেঁধে মাঠে নেমেছে। ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে।
গত ২২ ও ২৩ জানুয়ারি ডঃ আবদুল মঈন খান আনুষ্ঠিনিকভাবে প্রচারণায় নামেন।ঐদিন ঘোড়াশাল- ঘোড়া চত্বর হতে একটি বিশাল মিছিল ঘোড়াশালের মূল সড়কসহ গলিতে গলিতে ধানের শীষে পক্ষে শ্লোগানে মুখরিত করে। পাশাপাশি ডঃ মঈন খান ৫ ও ৬ নং ওয়ার্ডে কয়েকটি উঠান বৈঠক করেন কয়েকটি মন্দিরেও সনাতনীদের তিনি বলেন, এদেশে আমরা সবাই মিলেমিশে থাকব। সবার নাগরিক অধিকার সমান। একই সময়ে তিনি রাস্তা ও বাজারগুলোতে, পথচারীকে করমর্দন করে ধানের শীষের পক্ষে ভোট চান। সবার সাথে বিণয়ের সাথে হাস্যোজ্জল মুখে মত বিণিময় করেন। এ প্রচারণা শুরু করে দুপুরে ঘোড়াশাল- স্টেশন মসজিদে নামাজ আদায় করার পরই। প্রচারণা চলে রাত অবধি।সাথে ছিল বিএনপির নেতৃবৃন্দ ও কর্মিরা।
শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) ১০দলীয় জোটের এনসিপির মোঃ গোলাম সারোয়ার তুষার দুপুরে এক বিশাল মিছিল নিয়ে দীর্ঘ ৭ কি,মি পথ প্রচারণা চালান। তিনি হাত নেড়ে চলার পথে দোকানী ও পথচারীদের সালাম ও ভোট প্রার্থনা করেন। অগনিত নেতাকর্মী ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মিছিলটি পলাশ বাস স্ট্যান্ডে শেষ হয়। আর শ্লোগান উঠে শাপলা কলি শাপলা কলি।
নরসিংদী-২ আসনে (পলাশ- পাঁচদোনা, মেহেরপাড়া ও আইমদিয়া) তে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি হতে ধনের শীষ নিয়ে ডঃ আবদুল মঈন খান,আসিফ ইকবাল- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার মার্কা।দশ দলীয় জোটের শাপলা কলি মার্কায় এনসিপির মোঃ গোলাম সারোয়ার। লাঙ্গল মার্কা নিয়ে জাতিয় পার্টির এ এন এম রফিকুল সেলিম। বাংলাদেশ জামায়েতে ইসলামীর মোঃ আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে। ইনসিয়াত বিপ্লব এর মোহাম্মদ ইব্রাহীম।