image

‘স্যার’ নয়, ‘ভাইয়া’ ডাকতে বললেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

তরুণদের সঙ্গে আলোচনায় বসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিয়েছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ আয়োজনে এই পরামর্শ দিয়েছেন।

সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, "এ মুহূর্তে অ্যাডভান্টেজ হল, আমাদের ইয়ুথ ফোর্স অনেক বেশি, যা আগামী ১৫-২০ বছর থাকবে। এই ওয়ার্ক ফোর্সের সুবিধা আমরা পাব। বাংলাদেশকে আমরা কীভাবে আগামী দিনে সাজাতে চাই সেটা বলব।” তরুণদের উদ্দেশ্যে বলেন, “ভবিষ্যতে আপনারা যারা দেশকে পরিচালনা করবেন তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন তা শুনতে চাই।"

প্রশ্ন করার সুযোগ পেয়ে এক তরুণী মাইক নিয়ে তাকে স্যার সম্বোধন করেন। এসময় তারেক রহমান তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনারা যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন, অথবা আমাকে…।” তরুণী এবার বলে ওঠেন, “থ্যাংক ইউ স্যার।”

স্যার সম্বোধনের পরে তারেক রহমান বলেন, “বয়সের হিসেবে আঙ্কেল ডাকতে পারেন। তবে আঙ্কেল ডাকটা শুনতে খুব একটা পছন্দ করব না। ভাইয়া বললে ভালো লাগবে।”এরপর তরুণীটি বলেন, “আচ্ছা ধন্যবাদ ভাইয়া”।

এরপর তরুণ উদ্যোক্তাসহ শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারেক রহমান। তাদের সমস্যার কথা শোনেন, উত্তর ও পরামর্শ দেন। চট্টগ্রাম ও আশেপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন এই ইয়ুথ পলিসি টক এ।

‘রাজনীতি’ : আরও খবর

» ড. মঈন খান ও গোলাম সারোয়ারের প্রচারণায় মুখর নেতাকর্মীরা

সম্প্রতি