‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পাহাড় ও সমতলের সব ধর্মের মানুষকে নিয়ে একটি প্রত্যাশিত মানবিক বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের কোনো জনসমাবেশে যোগ দিয়ে তিনি জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে বলেছেন। ভোটের দিন ফজর নামাজের পর নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে অবস্থান নেয়ারও নির্দেশ দেন তিনি।
রোববার,(২৫ জানুয়ারী ২০২৬) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসমাবেশ এবং সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল শনিবার রাতে তিনি চট্টগ্রামে পৌঁছান। নির্বাচনী সমাবেশে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে এক ব্যতিক্রমী নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে হবে। এরপর যার যার এলাকায় ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজর নামাজ আদায় করবেন। যখন ভোট গ্রহণ শুরু হবে, লাইন ধরে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন।’ তিনি সমবেত জনতার কাছ থেকে এই প্রস্তুতির প্রতিশ্রুতি আদায় করে নেন।
তারেক রহমান অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছর যেভাবে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল, আবারও সেরকম ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে এবং সত্যিকারের অর্থবহ পরিবর্তনের জন্য তিনি সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘পাহাড়ের মানুষ হোক, সমতলের মানুষ হোক, ইসলাম বা অন্য ধর্মের মানুষ হোক আমরা সবাইকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
আইনশৃঙ্খলা ও দুর্নীতি রোধে দলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আইন সবার জন্য সমান। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, সে আইনের দৃষ্টিতে অপরাধী।’ নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, কেউ যদি দুর্নীতির মাধ্যমে সেগুলো বাধাগ্রস্ত করেন, তবে কাউকে ছাড় দেয়া হবে না।’
শিক্ষার্থীদের সঙ্গে ‘পলিসি টক’ ৫ বছরে ৫০ কোটি গাছ ও স্বাস্থ্যসেবা
এর আগে রোববার সকালে নগরীর হোটেল র?্যাডিসন ব্লু-তে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আগামী ৫ বছরে সারাদেশে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি।
গ্রামের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন, যার মধ্যে ৮০-৮৫ শতাংশই হবেন নারী।
স্কুলে অডিও-ভিজুয়াল কানেক্টিভিটি তৈরি এবং এনআইডি ও পাসপোর্টের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের ওপর জোর দেন বিএনপি চেয়ারম্যান।
চট্টগ্রামের সমাবেশ শেষে বিকেলে ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। ফেনীকে নিজের ‘নানার বাড়ি’ উল্লেখ করে তিনি বলেন, ফেনী ও বৃহত্তর নোয়াখালীর সঙ্গে আমার আত্মার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।’
ফেনীবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি সেখানে একটি মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া শহীদ জিয়াউর রহমানের সময়ের ‘পল্লী চিকিৎসকের’ আদলে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ারও অঙ্গীকার করেন।
ফেনীর সমাবেশের পর তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিবেন বলে জানা গেছে। গত ২২ জানুয়ারি সিলেট থেকে বিএনপি চেয়ারম্যান তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা