image

অতীতের মতো এবারও সব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে: মির্জা আব্বাস

সংবাদ অনলাইন রিপোর্ট

একটি ‘বিশেষ শক্তি’ নির্বাচন প্রকৌশল বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের জনগণ সচেতন এবং অতীতের মতো এবারও সব ষড়যন্ত্র তারা প্রতিহত করবে।

রোববার,(২৫ জানুয়ারী ২০২৬) রাজধানীর উত্তর শাহজাহানপুর, মোমেনবাগ ও মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আসন দেয়ার মালিক জনগণ ‘ঢাকায় বিএনপিকে কোনো আসন দেয়া হবে না’ অন্য দলের প্রার্থীর এমন বক্তব্যের কড়া জবাব দেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ঢাকা শহরে বা বাংলাদেশে আমাদের সিট দেয়ার মালিক কোনো দল বা গোষ্ঠী নয়। সিট দেয়ার মালিক একমাত্র আল্লাহতাআলা ও জনগণ।’ তিনি এ ধরনের বক্তব্যকে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ হিসেবে অভিহিত করেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগে ‘কিছু একটা গরমিল’ বা ‘কুছ কালা হ্যায়’ মনে হচ্ছে। তবে জনগণের শক্তির ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘১৯৭১ সালে লুঙ্গি পরে, খালি পায়ে এই দেশের মানুষ পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, এরশাদকে প্রতিহত করেছি এবারও সব ষড়যন্ত্র প্রতিহত হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তাকে ঘায়েল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বট বাহিনী ব্যবহার করে মিথ্যা ডকুমেন্টারি ও তথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব কথিত নথির কোনো সত্যতা নেই এবং অতীতেও এই শ্রেণীর লোকেরা জাতির সামনে মিথ্যাচার করেছে।

নিজের নির্বাচনী এলাকার সমস্যার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস এই এলাকাকে গ্রাস করেছে। নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করা এবং চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করাই হবে তার প্রধান কাজ।

গণসংযোগকালে তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন। এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে প্রচারণায় অংশ নেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি