image

কোনোভাবেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হতে দেয়া হবে না: এম এ কাইয়ুম

সংবাদ অনলাইন রিপোর্ট

এ দেশে আর কোনোভাবেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ কাইয়ুম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রশাসন ব্যবহার করে বা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

রোববার,(২৫ জানুয়ারী ২০২৬) রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের সমালোচনা করে কাইয়ুম বলেন, ‘এটা শেখ হাসিনার একদলীয় বাংলাদেশ নয়, যেখানে প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করা যাবে। এ দেশের ক্ষমতার মালিক জনগণ।’

দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘অতীতে দিনের ভোট রাতে আর রাতের ভোট দিনে গণনা করা হয়েছে। জনগণের রায় ছিনিয়ে নিয়ে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল।’

আসন্ন নির্বাচনকে জনগণের জন্য একটি ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। গণসংযোগকালে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বাড্ডার বেরাইদ এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি