image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার দাবি ইসি সচিবের

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে গোলযোগ ও অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও ‘সবার জন্য সমান সুযোগ’ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

সোমবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “অবশ্যই আছে লেভেল প্লেয়িং ফিল্ড। আছে বলেই তো অভিযোগ করতে পারছেন, যদি না থাকত এটা কি হত?”

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো ‘দৃশ্যমান হয়নি’ মন্তব্য করে তিনি কোনো বিষয়ে অভিযোগ থাকলে নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটিকে জানানোর পরামর্শ দেন। তিনি বলেন, “ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানান, জানিয়ে আমাদেরকে কপি দেন। আই উইল ফলো ইট। কিন্তু আমাকে যদি বলেন যে আপনি ঘুরে ঘুরে গিয়ে দেখেন তাহলে এটা আমার প্রতি অবিচার করা হবে।”

ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আখতার আহমেদ। ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনে পোস্টার নজরে আসায় সেগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইসি সচিব বলেন, “বিভিন্ন জায়গায় যে সমস্ত আচরণ বিধি ভঙ্গ হচ্ছে, আমি আবারো সবিনয়ে বলছি যে, আপনারা আপনার ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ও রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদের কাছে বলেন, আমাদেরকে কপিতে রাখেন আমরা এটাকে ফলো করতে পারি।” তিনি আরও বলেন, ইসি সচিবালয়ের পক্ষে সরেজমিনে সব জায়গায় ব্যবস্থা নেওয়া ‘কষ্টসাধ্য’।

ভোটের ফলাফলে সময় লাগতে পারে ৩ থেকে ৪ ঘণ্টা

এদিনের ব্রিফিংয়ে ভোটের ফলাফল ঘোষণায় সময়সীমা সম্পর্কেও তথ্য দেন ইসি সচিব। তিনি জানান, রোববার নির্বাচন কমিশন সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করেছে। সেখানে রাষ্ট্রদূত ও মিশন প্রধান মিলিয়ে ৪১ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

আখতার আহমেদ বলেন, কূটনীতিকরা নির্বাচনী ব্যবস্থা, নিরাপত্তা বিন্যাস এবং ভোটের ফল দিতে কত সময় লাগবে তা জানতে চান। নিরাপত্তা বিন্যাস সম্পর্কে পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র‍্যাব-আনসারের সংখ্যাগত হিসাব এবং ভোটকেন্দ্রে ২৫-৩০ হাজার বডিওর্ন ক্যামেরা মোতায়েনের কথা জানানো হয়েছে।

তিনি বলেন, “তারা জানতে চেয়েছেন, ভোটের রেজাল্ট কতক্ষণে হতে পারে? আমরা যেটা বলেছি যে, আমাদের হিসাব মতে, কেন্দ্রের রেজাল্ট সময়মতনই হয়ে যাবে। ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা বা ৪ ঘণ্টা, ডিপেন্ডিং অন দা নম্বর অফ ভোট কাস্টেড। কিন্তু যেখানে প্রবাসীদের ভোট গণনা হবে, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে।”

এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “দুইটা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হয়েছে এটা ভিন্ন ধরনের। আর প্রবাসীদের কাছে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে, সেটা এ ফোর সাইজের দুই পার্টে দুই পাশেই আছে। কাজেই সিম্বল স্ক্যান করতে হবে।”

এবার প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে সংসদ ও গণভোটের ভোটগ্রহণ হবে। একই সঙ্গে দুটি ভোট গণনা চলবে এবং ফলাফল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। কোন আসনে শখানেক কেন্দ্র থাকলেও পুরো সংসদীয় আসনের পোস্টাল ব্যালটের জন্য থাকবে একটি কেন্দ্র। সেখানে সব আসনের পোস্টাল ব্যালট স্ক্যান করে গণনা করা হবে। যেমন, ফেনী-৩ আসনে ১৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট একটি কেন্দ্রে থাকবে, যেখানে সময়ও বেশি লাগবে বলে তিনি উল্লেখ করেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি