image
গোয়ালন্দ (রাজবাড়ী) : নির্বাচনী পথসভা -সংবাদ

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের পথসভা

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছোট্ট ভাকলা ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। এই অঞ্চলের উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল,

উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ মো. সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

ছোট্ট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাজেদ মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেলের সঞ্চালনায় এলাকার স্থানীয়রা বিভিন্ন দাবি জানান। তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যার দাবি জানান। এখানে পর্যাপ্ত ডাক্তার ও অ্যাম্বুলেন্স সুবিধার কথা বলেন।

নির্বাচনী প্রচারণার এদিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ধানের শীষ স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে। এদিন তিনি কাটা খালি পার্টি অফিস উদ্বোধন করা সহ খানখানাপুর এবং অম্বলপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি