image
ছবিঃ সংগৃহীত

বেগমগঞ্জে সাংবাদিকদের সঙ্গে দাঁড়িপাল্লা প্রার্থীর মতবিনিময়

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে নোয়াখালী-৩, বেগমগঞ্জ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী বোরহান উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সবার অংশগ্রহণে অবাধ, সুস্থ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়। এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও জোটের শরিক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিত ছিলেন। গত শনিবার রাত ৮টায় বেগমগঞ্জের চৌমুহনী পূর্ব বাজার উৎসব কমিউনিটি সেন্টারের ২য় তলায় ওই প্রার্থীর নিজ নির্বাচনী প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়েছে। এ সময় জোটের মনোনীত নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও নির্বাচন নিয়ে তিনি ও তার দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে মতামত পেশ করে আরও বলেন আমরা ৭১ ও ২৪-কে ধারণ করি। কিন্তু একটি মহল মিথ্যা তথ্য দিয়ে ভোটারদের যতই প্রভাবিত করার চেষ্টা করা হোক না কেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর সততা ও যোগ্যতা যাচাই করে ভোটাররা বিপুল ভোটে তাকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলার আমীর মাওলানা আবু জায়েদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসিমুল গণি চৌধুরী মহল, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি সালাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা আলাউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুস শহীদ। এলডিপির বেগমগঞ্জ উপজেলার আহবায়ক বদিউল আলম মোল্লা। এনসিপির বেগমগঞ্জ উপজেলার আহবায়ক নুর আলম মুন্না প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি